গুগল ডকসে ইমেইলের খসড়া তৈরি করে জিমেইলের মাধ্যমে পাঠানোর সুবিধা চালু

১৭ মার্চ, ২০২২ ২২:৪৭  
এখন থেকে গুগল ডকসে ইমেইলের খসড়া তৈরি ও জিমেইলের মাধ্যমে সেটি সরাসরি পাঠানো যাবে। গুগল ডকসের নতুন আপডেটে এই সুবিধা পাওয়া যাবে। খবর এনগ্যাজেট। যারা ইতিমধ্যেই আপডেটে পেয়ে গেছেন সেইসব ওয়ার্কস্পেস ও লিগেসি জি স্যুট ব্যবহারকারীরা সমন্বিতভাবে মেইলের খসড়া তৈরি করতে পারবেন। ইমেইলের খসড়া তৈরি করতে প্রথমে ইমেইল ড্রাফট টেমপ্লেট (ইনসার্ট > বিল্ডিং ব্লকস > ইমেইল ড্রাফট) চালু করতে হবে। এরপর সেখানে ব্যবহারকারীর সহকর্মীরা সেটিতে মন্তব্য করতে পারবেন। যাকে ইমেইল পাঠাতে চান সবসময় তার ইমেইল ঠিকানা না জানলেও হবে, এর পরিবর্তে নাম মেনশন করলেই হবে। যখন ইমেইলটি পাঠানোর জন্য তৈরি হবে তখন একটি বাটনটিতে ক্লিক করে জিমেইল কম্পোজ উইন্ডো চালু করতে হবে মেসেজ চূড়ান্ত করতে হবে। গুগল ডকস সকল প্রয়োজনীয় ফিল্ড পূরণ করবে। ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে কিনা সেটি এখনও জানা যায়নি। ডিবিটেক/বিএমটি